নির্বাসিত কবি
- আরিফুল হক দ্বীপ

নিমিষেই ফুরোল নমষ্কার,
হিমালয় থেকে নেমে এলো পাদদেশে।
কবি এখন নির্বাসনে,নিগৃহীত তার সমস্ত সাধনা।
কার ঘরে গিয়েছিলো বারেবারে?
খেয়েছিলো কার ভাত?
কাকে ভালোবেসে ঠাঁই দিয়েছিলো মনের গহীনে?
কেউ যাকে বাসে না ভালো,
আস্তাকুঁড়ে জীবন,অতি নগন্য
তবু তার কাছে নিত্য এসে যায় সমাজ সভ্যতা।
লুটেপুটে নিয়ে যায় তার সস্তা শরীর,
মিটায় পিয়াস,যৌনতার ক্ষুধা।
পাপ করে না কেউ-
কেবল করেছে পাপ কবি।
তাই মিশে গেল ধূলোয় সব যশ খ্যাতির সাম্রাজ্য।
অন্ধকারে কাটে সময়,ঘিরে ধরে হতাশা-
কেউ পাশে নেই,কি করে বেঁচে থাকা?
তারপর চারদিকের বাঁধার সমস্ত দেয়াল টপকে
উঁকি মারে চাঁদ একদিন,
কাঁধে হাত রেখে তার বললো আদরে-
'ক্ষতি কিসে হারিয়ে খ্যাতি?
এইতে আছি আমি কবি।'
সহসাই লুফে নিলো কবি সেই সোনার আলো-
বুকের পাঁজরে যতন করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।