তোমরা কারা ?
- সৌম্যকান্তি চক্রবর্তী

জানতে চাইছি তোমরা কারা ?
আমরা যখন থাকব না আর ...
মিলিয়ে কি আর যাব ?
আমার এই আমিত্বকে
কভু কি আর পাবো ...

তোমরা কি সেই ছায়া ...
মিলিয়ে যাওয়া সত্ত্বাগুলোর
ধোঁয়াশে হওয়া কায়া ?

আমি যখন হারিয়ে যাব ...
সাধের ভুবন থেকে
তখনই কি পাবো
তোমাদের পরিচয় ?

কিন্তু তখন বলব কাকে ..
তখন আমিই তো নেই !
সত্যটা তো গোপনই রবে
থাকবে তা আমাতেই ....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।