শব-ই কদর
- আরিফুল হক দ্বীপ

খুঁজো খুঁজো ওগো মুমিন,
খুঁজো কদরের রাত,
খোদা দেবেন উপহার তব-
নাযাত,পাবেগো জান্নাত।
হাজার মাসের এবাদতের সাওয়াব,
আর কি পেতে চাও?
ডাকো তাঁরে রাত্রিভর,
পাও পাও,পুলসিরাতে পার পাও।
জেবরাইল আসে নেমে ধরনীতে
ফযর অবধি রবে,
হে মুমিন কাঁদো,কাঁদো এ রাতে,
কৃতকর্মের জন্য কাঁদো
.......................রহমত বর্ষণ হবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।