স্টেশন তুই আর কতদূর
- আরিফুল হক দ্বীপ
আর কিছুক্ষণ থাকবে তুমি
তারপরেই তোমার স্টেশন।
নেমে যাবে তুমি তোমার চেনা শহরে
একা হয়ে আমি কেবল-
নির্বাক থেকে যাবো।
চলবে ট্রেন আবারো,
আবারো দুধারে সবুজের ভেতর
তোমার গন্ধ মুছে যাবে-
হয়তো কারো ঘামে কিংবা ময়লা শার্টে।
যাবে না সময়,
যেন জমা হবে বেদনার-
অজস্র কর্কশ ঘোর।
আহত হৃদয় আমার বারেবারে ডেকে যাবে তখন
ও মোর আপন স্টেশন,তুই আর কতদূর?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।