আমি তোমায় দেবো
- আরিফুল হক দ্বীপ

আমার এ ঘৃণ্য জীবনের নষ্টসুধা পেতে চাও তম?
মড়চে ধরা এ আমার রূপ যৌবন,
ফুল ফল পত্রপল্লব শীতের নির্লিপ্ততায়
যেমন সাজে নগ্ন,
আমিও এক নগ্ন বৃক্ষ এখন
ছায়া দেবো তোমায় কেমনে বলো?

তুমি নগ্ন থাকো,সকলের থুতুর তিরস্কার পাও
না পাই আমি ছায়া,
তবু একবার এই বৃক্ষের মাঝেই
ঠাঁই দিয়ে দেখো আমায়।
আমি জোগাবো তোমার শিকড়ের খাদ্য,
আবার কিশলয়ে ভরবে তোমার শাখা প্রশাখা।
ছড়াবে আবারো সৌরভ-
তোমার গায়ে নতুন ফুল ও ফলে,
আমি তোমায় দেবো অনন্ত সেই স্নিগ্ধ ফাল্গুন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।