খেয়ালীপনা পটে
- তানজির উদ্দিন

খেয়ালী পনায় বিদঘুটে পটের অভিনয়ে
ক্লান্তিহীন চেয়ে থাকা রয়ে রয়ে
কেবল উন্মত্ততা জেঁকে ধরে আজো
যেখানে বিচ্ছির সব পটের আস্তানা ।

খোশ মেজাজে দিন কাটে
শিল্পীর তুলির আঁচড় পটে
নিরবিচ্ছিন্ন হয় জল এবং রং এর প্রলেপ
আর পটের অভিনেত্রী কাঁদে অভিস্পাতে ।

হেনকালের হীনা বেশ
চিহ্ণহীন পট অশেষ
রং বেরং খেয়ালী পনায় পাগলাটে বিমাত্রেয়
আদুরে অভিশাপ দিয়ে চলে বলে কী অভিধায়
আচ্ছান্নতা । এবং আচ্ছান্নতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।