হে প্রাণদায়িনী
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

মাতা !
হে অরুণ প্রদায়িনী মাতা ।
আজিকার এই রূপ স্নিগ্ধ প্রভাত বেলা
যায় রে জীবন মোর হেলা ফেলা
ফুরোয় মোর বাদ্য
প্রভাত হতে এ অদ্য
বাজে শূন্য বাজে শূন্য আজিকার এবেলায়
সরব নদী তটে খেলায় হেলায় যায়
মাতা !
শিয়রে এ তব গাঞ্চণা ?
প্রাণে একী তব ব্যঞ্চণা ?
শুনিলে ?
মাতা প্রাণে কি আন
আজির বাদ্য বাণে
দেখি ঐ দেখি বাজে দূরে
দূর অন্দরে মোর বাঁশী তব পরে
আজ ভেঙ্গে গেল মোর খেলা ঘর
মাতা , লহ ও মোরে তব আলিঙ্গণ পর
শান্তির অমৃত বিছায়ে
কল্পলোকের ঘুম পাড়িয়ে
হে মাতা ,
অরুণ প্রদায়িনী
মোর প্রাণ দায়িনী


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।