এলোমেলো ভাবনা
- পথিক সুজন

এলোমেলো ভাবনা -০২
---
--------সুজন হোসাইন
---
আষাঢ়ে শ্রাবণে নীল নব গগনে---
কাদম্বনী ভেসে যায় দেখ ঐ সুদূরে ।
জলের নূপুর বেঁজে যায় ঐ আনমনে
পথে ঘাটে শুনি তার'ই রিনিঝিনি---
ঝরে যায় পুষ্পরাজি সুবর্ণ কাননে
তটনী ধারে কান্তহেরি কবরী কামিনী
বনফুলে গেঁথেছে আজি প্রেম ও মালা।
--
০৩
বর্ণিল পৃথিবীর স্বপ্নিল পথে পথে
আমি ঢের চলেছি----
ক্লান্ত শরীর জরাজীর্ণ শামুকের মতন
সহজেই গুঁটিয়ে নিয়েছে ।
আজকাল বড় ভয় হয় আমার; চোখ
মেলে তাকাতে নিকষ আঁধারে ।
---
15/07/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।