চেতনাবোধ
- সৌম্যকান্তি চক্রবর্তী
পেটের ভিতর খিদের আগুন
ধিকিধিকি করে জ্বলে !
বাঁচতে হলেই খাবার চাই ...
যে কোনো কৌশলে ....
আজকে আমার উন্নত দেশ ..
পনের বয়সীর খাদ্য নেই !
সে বেচারী তাই চুরি করেছিল ..
দোষ তার শুধু এই !
তা ব'লে তাকে মেরে দিতে হবে ..
কেড়ে নিতে হবে প্রাণ ?
অমানুষ তোরা , তোরা রাক্ষস -
পাবি না পরিত্রাণ ...
কে রাক্ষস কে অমানুষ ...
প্রশ্ন হাজার জনের !
সমাজের ক্ষত সেই সব লোক ..
চেতনাবোধ জাগ্ৰত হোক !
শুধু এই বাসনা মনের !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।