নির্বোধ নদীর আত্ম কথন
- মনিরা বাকী

সরলতার প্রতিমা দেখেছ তুমি;
দেখেছো প্রবাহিত হতে অনাবিল হিমস্রোত ।
দুকূল ছাপানো ঢেউ দেখেছো তুমি;
ভেবেছ নদীটা বড্ড নির্বোধ !
এবার কিভাবে ঘুরে গেছে দেখো চাকা,
বদলে গিয়েছে সময়ের রূপরেখা ।
এবার কেবল ঘৃণাকেই উগলাবো আমি,
তুমি নও আর তোমার স্মৃতিরা ঘুরে মরে বেনামে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০৩-২০১৪ ০১:২৭ মিঃ

সময় বদলে যায়, বদলে যায় সবকিছুই...