ভালোবাসা ছাইপাশ
- আরিফুল হক দ্বীপ

'টাকা নিবে না?'

'আর কতো দিবে রাজপুত্তুর তুমি?
সেই চুড়ি ফিতে থেকে-
শাড়ি,গহনা-
এই পায়ে যে নূপুর বাজে তাও
শখ করে বদ্যির হাট থেকে সেবার
কিনে দিলে,
কি করে আর টাকা লবো?
এতো ঋণ,এতো ঋণ।'

'এসবে তোমার ভাত মিলবে বলো?'
ভাতের জন্য টাকা চাই,
জীবনের জন্য টাকা চাই,
নিতে তোমাকে হবেই-'

'তবে কেন আসো বারেবারে এই নরকেতে?
হাতে ফুল,মালা,কেন তবে?
শুধু আমাকেই ভরে দাও,
কেন তবে বলো দুয়ার খুলে রেখো মাধবী,অপেক্ষা করতে-'

'মায়া,বুঝলে মাধবী মায়া।'

'শুধু কি মায়া?আর কিচ্ছু নয়?'

'যা চাইবো তাতো তোমার কাছে নেই,
শুনবে আর ভীষণ রকমের ঠাট্টা করবে-'

'চাইলে আমি তা তুমিওকি তাই করতেনা
রাজপুত্তুর?'

'তুমি বুঝি পারো নি শুনতে শব্দ
হৃদয়ের গহীনে গিয়ে আমার।'

'দাও,দাও টাকা দাও-
তাতেই অনন্ত সুখ আমার,
ভালোবাসা ছাইপাশ সয়নাযে হতভাগীর।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।