আমায় কষ্ট দিয়ে ....
- সৌম্যকান্তি চক্রবর্তী

তুমি আমায় কষ্ট দিয়েই
সুখী হতে চাও যদি ...
সেই কষ্টের প্রতিফলে
তুমি ও কাঁদবে প্রতি পলে !

যেদিন আমায় বাসবে ভালো ..
সেই দিন আমি হয়ত দূরে ..
আসতে সেদিন পারব কি আর ?
ডাকবে যখন করুণ সুরে ...

ভাববে যখন একাকীত্বে -
তুমি আমার কথা ...
তুমি হয়ে যাবে আমিময় ..
আমাতেই হবে আবৃতা ..

হৃদয় হবে অশ্রুসিক্ত -
আমার কথা ভেবে ..
স্মৃতিকেই শুধু সঙ্গী করে
বরণ করে নেবে ...

-------------------------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।