প্রভাত কাননে
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

জাগিনু এই সুবাস ভরা প্রভাতে
দেখিনু একী , প্রভাত মাতা !
এই কাননে এই বনে তব প্রভাতে
তব এই বাণী তব এই নিত্যরব
আজ বাজে প্রাণে , তব ডাকে জাগে সব
দূর আকাশের মিটিমিটি তারা
ফুরিয়েছে তাদের নিত্য আলোক পারা
এখন ঐ উদয়ার কোণে মিষ্টি রেখা
দেখি , প্রভাতী তব মুখখানি যে আঁকা
তবু
গানে গানে
মধু মধু তানে
বাজিল হেথা নব নব প্রাণে
দূর অম্বু মাঝে বাজে আজি
বাজে রে এই ক্ষণেগো আজি
তোমার এই প্রাভাতী চরণে
সে রব ডাকি ডাকি এনে
হে প্রভাতী মাতা ,
আজি জাগাও
সকল প্রাণে বিলাও
পুষ্প ললিত কুসুম কলি ও জীবনে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।