প্রজাপতি
- শাওন সারথি - কি চির সত্যরে দেখাই
শোন ওহে প্রজাপতি,
আমি কি তোমার বন্ধু হতে পারি?
তোমার স্বপনের কোন সুখ জাগানিয়া পাখি।
চোখের ইশারায় জাগা এই হৃদয়ের মাঝামাঝি।
অথচ তুমি কি উড়িতে উড়িতে
বসিতে কি পারও না এই নাকের ভাজে?
আমার চোখের তারায় তারায়
ছড়াইয়া দিয়া তোমার রঙ্গিন সাজে।
তোমার ডানার ঝাঁপটার মাঝে যে সুর বাজে,
তাহার স্পর্শে কম্পিত কর
এই আঁখির গুপ্ত লাজে।
তুমি কি বুঝিতে পারও না
এই দেহের মগ্ন বাসনা?
ফাল্গুনী হাওয়ায় হাওয়ায় তবে কেন আসনা?
তবে কেন ঐ নীল আকাশের মেঘের দেশের
মেঘ পরীর দলে ভাসনা?
তুমি কি পাওনা এই ঝরা যূথী মালার গন্ধ?
তপ্ত বালুকার প্রান্তরে ছুটে ছুটে
এই লগ্ন যতটা অন্ধ।
আজিকে খোলো খোলো দ্বার রাখিওনা আর বন্ধ!
এই দেহে জাগিছে প্রনয় ঝংকা তব ভালো কি মন্দ।
করিতেছে তাহারা এই মৃত্তিকা কাঁপিয়া
নিত্য নৃত্য নতুন ছন্দ!
সাধু ভ্রজে কেবল করিতেছে পাগল
মুক্ত জীবনানন্দ!
.............শাওন সারথি২.৯৬৫.........
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।