খিস্তাখিস্তির জাতে
- তানজির উদ্দিন
রাজনৈতিক ঘরে বেজন্মার বসবাসে
কোথায় চলে সম্ভাষে
বেখিস্তির তিরিখিস্ত ব্যপার সেপারে
লয়হীন দীর্ঘ অন্ধকারে । জাতের অন্ধকারে ।
রেসিপি সাজায়ে নর্দমার , ম্যানহোলের
ঘর ভর্তি করে অরাজনৈতিক আলাপে , তায় -
মানুষ বসবাসে চলে নর্দমায়
খায় উপাদেয় নর্দমার ফল ।
ঘর মন রাজাধিরাজ সব এক জাত
জিতের খড়িতে সব হিসেব চুকিয়ে
বেজন্মারা নর্দমার ভক্ত বনে চলে ,
তবু খিস্তাখিস্তি চলে কিয়ত্ক্ষণ
অকাল কালের নর্দমা ধায় যমুনায়
মনের নদী বুড়িগঙ্গায়
যাইবার পথে হাত ধরে চলো যাই ।
সব শকুনের প্রয়াস
রাজনৈতিক ঘরে গেরস্তের বসবাস
অরাজনৈতিক ঘর মন একজাতের হুল্লোড়ে হতাশ
জেঁকে ধরে কুশ্রী প্রলাপের ঘোরে অসন্ধানী বাতাশ
তারপর সব শেষ হয়ে যায় নিরুচ্ছ্বাসে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।