অষ্টকুলের পূণ্য আলো
- তানজির উদ্দিন
এখন কে আছে ইতিহাসের সাক্ষীকে নিবে
প্লীহায় জমেছে রক্ত
জমাট অন্ধকারে
এখন কে আছে মহৈতিহাসের বেদন কাব্যে
অরক্ষীত করবে রক্ত
গুমোট অন্ধকারে
অন্তর্লীণ কাব্য প্রসাদ ভুভুক্ষায় হায়রে নাই নাই ।
জীবন্ত প্রলাপ আর মৃত্যুর অন্ধকার
বৃষ্টিস্নান মরুভূমে বিসর্জনে হাহাকার
ক্লান্ত চিত্কার
শুভ ধ্বনি চিত্কারের পথেই যাত্রায় আজো
মাকালের মতোই দরদে দরদে কয় 'বাজো ।'
অষ্টকালের পূর্ণিমার নষ্ট বেদন অভিশাপে
ক্লান্তিহীন পূর্ণিমার চাঁদে আলোকের পাপে
বিধাতার উন্মোচিত অভয় দর্শণে ফের চলো
ফিরে চলো
এবং ফিরে চলো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।