বসনা বিলাপ
- তানজির উদ্দিন

সেই আমি ছিলাম বড় কাতর
পিপাসায়
এবার অন্নের খোঁজে বিসর্জিত
দরগায় ।
ক্লান্তি জেঁকে বসিল মনের দেহে
অকাল জোছনারা সেথায় বহে
আপনে আপনে সঙ্গোপনে
বলি
এত দুরাশায় দোলে কেন হে জোছনা
অকাল জীবনের পরে যত যাতনা
অন্তিমের যাতনায় হায়
এবার চলো যাই ।

চিত্‍কার করিলে জীবনের তারারা
বিরস হ ইলে বেহাগ বাণী অধরা
অধরায় বিস্তৃতি হ ইলে ক্লান্তিসম জীবন
অসুখের পৈঠায় বিরঞ্জিত হ ইলে নিরব হেন জীবন ।

হে আমি
পিপাসার্ত তৃষ্ণার্ত আর্ত বেদনার্ত হাহাকারে
চলি কোন পিয়াসে অন্ধকারে
হাহাকারে অন্ধকারে
অন্ধকার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।