তবুও আসে,তবুও ভালোবাসে
- আরিফুল হক দ্বীপ

চাই না আমি কেউ আমাকে ভালোবাসুক,
ভালোবাসলে আমায় পুড়তে হবে চিতানলে।
দুঃখবোঝা বইতে হবে সারাজীবন-
তবু কেন হাত বাড়ায় অবুঝবালিকারা
বুঝতে পারিনা,
আবার কেন আমি একদিন হঠাৎ হাত ফসকে
তোমাদের চলে যাই আড়ালে,দূর বহুদূরে
তাও জানিনা।

চাই না আমি কেউ আমাকে ভালোবাসুক,
ভালোবেসে তারপর আগুনে পুড়ুক,মরুক-
তবুও ভালোবাসে,তবুও কাছে আসে,
দুঃখ নিতে ওরা বুঝি বড় ভালোবাসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।