নেই গণনায়
- রফিকুল ইসলাম রফিক

সমূদ্রের শরীর ছিঁড়ে বিন্দু বিন্দু জলকণা
উড়ে যায় আকাশের গায়
কার ইশারায়
কী তার আসল কারণ
আপন রূপেতে মজে ঐ উড়ন্ত জলধি
ডানায় উল্লাস পেয়ে
ভুলে গেছে সব
কী কী তার করণীয় - কী কী তার বারণ।
পৃথিবীর শরীর বেয়ে
কিভাবে ক্যামন করে
আবার তার স্বরূপে গমন
যদিও বাতাসে ছিলো সকল সমন
কিছুই বোঝেনি কন্যা
সময়ের চিরকুটে লিখিত সব সাংকেতিক ভাষা
ছলনাময়ী সময়ের জালে বন্দি হয়ে তাই সে
ভুলে গেছে সব
কী কী তার করণীয়- কী কী তার বারণ
নেই গণনায়
সকল অস্তিত্বে যিনি - সকল কারণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।