বাংলা লতিফা--প্রত্যাবর্তন
- পথিক সুজন
বাংলা লতিফা--প্রত্যাবর্তন
---
-------সুজন হোসাইন
---
সেদিন হেমন্তের হিম কুয়াশার মতন
দিগ্-ভ্রান্ত যে পল্লীপসারিণী এসেছিল;
নির্বক সন্ধ্যায় পুশ্পপ্রদীপ জ্বেলে চকিত
হৃদয়ে ।
তারপর ঢের সময় পর যেন তার'ই
প্রত্যাবর্তন
চৈত্রসন্ধ্যাকাশে কুসুমকলি ঝরিয়ে----
রাতের অন্ধকারে লাবণ্যপুঞ্ছে মধুতন্দ্রা
ভাঙিয়ে ।
---
25/07/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।