কন্টকিত জীবন
- সৌম্যকান্তি চক্রবর্তী
সাপের মন্ত্র জেনেও
আমি সাপের ছোবল খেয়েছি ...
চেনা জানা পথেও আমি
ভুল পথে ধেয়েছি ...
পূর্নিমা চাঁদ দেখে আমি
পথ চলেছি আগ বাড়িয়ে ..
পথ ঢেকেছে যেই আঁধারে
তখনই ভুল বুঝেছি ...
পূর্ণ চাঁদেও গ্রহণ লাগে
যদি তা ভাগ্যে থাকে ..
অমাবস্যার চাঁদের আলো
দেখতে বড় মধুর লাগে ..
ফুলের সুবাস পেয়ে যেই
ফুলেতে স্পর্শ করেছি ..
ফুলের কাঁটার আঘাতে সেই
রক্তে এ প্রাণ ভরেছি ...
ফুলে ফুলে ভরা জীবন
এমন সবারই নয় ...
কন্টকিত জীবন যে তাই
পরীক্ষাটা নেয় ...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।