তোমাকে ভুলে থাকা সহজ নয়
- আরিফুল হক দ্বীপ
তোমাকে ভুলে থাকা এতো সহজ নয়,
যত সহজে ভুলে যাই আমি নিজের খেয়াল-
ওষুধপত্র,ঘুম বিছানা
যত সহজে এই পরিচিত শহরের পথঘাট,
শপিং মল,রেস্টুরেন্ট অচেনা হয়ে যায় ভুলে গিয়ে-
তোমাকে ভুলে থাকা এতো সহজ নয়।
সরলতায় ভরা সে মুখখানি তোমার,
মুখোমুখি বসে সেই গোধূলীলগন,
নদীর তরঙ্গ,বাতাসের শব্দ শুনে শুনে
তোমার ওই মিষ্টি আলাপন।
হঠাৎ আবেগের স্রোতে ভেসে গিয়ে আদরে
আমায় জড়িয়ে ধরে বলা 'ভালোবাসি।'
কি করে যাই ভুলে?
তোমাকে ভুলে থাকা এতো সহজ নয়।
২৬/৭/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।