নন্দিনী কেন তুমি বুঝো না
- আরিফুল হক দ্বীপ
বুঝো না কেন তুমি ওগো মোর নন্দিনী,
এ বুকে আছে যত ভালোবাসা
তোমাকেইতো দিলাম উজাড় করে।
তবু তুমি অভিমানে,
চোখ ভিজে শ্রাবণে
কেন এত কষ্ট দাও প্রাণের নন্দিনী?
বুঝো না কেন তুমিই আমার,
শুধু তোমাকেই লালন করি হৃদয়-গহীনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।