অর্থহীন
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
অর্থহীন জীবনের শেষ ক্ষণে
যারা ফিরে গেল হেথা আনমনে
খুঁজিনি তারে ।
আত্নায় বাঁধিনু নাহি তারে
চলিছে সে হেথা আপনার মতো করে
চায় নাহি বারে ।
আজ ফিরিবার বেলায় এসে
যাও তোরা একটিবার হেসে,
সময়ের টানপোড়নে এ মনে
স্বপ্নগুলো হেসে খেলে আনচানে;
চলে যায় গন্তব্যহীন একলায়
আজ বিরহ ক্রন্দন শুনি নিরালায় ।
এসো আজ বাঁধি রাখি তারে
একান্তে আপনার তরে,
হেথা তারা খেলে গেলে
অন্তিমতায় শেষে ভোলে|
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।