আমি পলায়নের পথে ৬
- তানজির উদ্দিন

তাকাই চোখের পানে
অধোঘুমে রাত কাটানোর চিহ্ণ ভাসে
তাকাই অন্তর্লীণ গানে
বেদন সুরকার পালাইবার তরে হাসে ।
ওরে তোরা জানিসনে ও পালাইবার তরে হাসে
হাসিয়া প্রাণ নাশে ।।

আমি আজ তাই পলায়নের কুশ্রী গীতিকার
বিদায় সুরকার গুম করিয়াছে কুশ্রী গীতিকার
আজ
দূরে আমি বাদ্যে চলি পলায়নের কুশ্রী গীতিকার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।