কোন ঝড় এসে, সব বিনাশে নিমেষে
- অরুণ কারফা

কোন ঝড় এসে, সব বিনাশে নিমেষে
উড়িয়ে দেয় খড়কুটোর মত আর,
কোনটা শুধু অট্টহেসে বলে সুভাষে
প্রকৃতি করে প্রাণের সৃষ্টিও আবার।
রচয়িতাই যদি হয় বিনাশকারী
রচনা কখনো থামেনা চলার পথে
ভাঙলেও গাঙ্গের ঢেউ পার তারই
জন্ম দেয় জীবন জলে নব শপথে।

তাই ভাবি কি শিখি আমরা তার কাছে
ধংস করেও যার সকল অবদান
সম্মান পর্য্যন্ত দিইনা তারেই পাছে
নিজেরে না মনে হয় সর্বশক্তিমান?
মুছে দেবার অধিকার রয়েছে তার
রূপের যে করতে পারে পুনরুদ্ধার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।