কৌতুহল
- আরিফুল হক দ্বীপ
স্ত্রীলোকটা খায় সিগারেট,
একটার পর একটা ধরায়
আ্যশট্রেতে ফেলে ছাই।
স্ত্রীলোকটা মদও খায়,টেবিলে-
কসমেটিকসের পাশে
গ্লাশে ভরা শাদা শাদা মদ।
খায় আর তৃপ্তির ঢেকুর তুলে
খদ্দের বসিয়ে হাসে।
চঞ্চল ভারী দেড় বছরের মেয়ে
তার মায়ের আ্যশট্রেতে বুলায় হাত,
কৌতুহল বশে মদের গ্লাশ ধরে
উৎসুক মনে জানতে চায়,'-
এইডা কী মা?'
স্ত্রীলোকটা খদ্দের নিয়ে শুয়ে পড়ে
সেদিকেও করে খেয়াল-
ছোট্ট অবুঝ মেয়েটা।
কৌতুহল হয়,
তবু বুঝতে পারে না সে কিছুই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।