রাতের অপ্সরীরা
- আরিফুল হক দ্বীপ
না চাইবে ওরা তোমার দামি দামি শার্ট,
প্যান্ট,কিংবা পারফিউম
হাতঘড়ি,মোবাইল ফোন,কিচ্ছুনা-
কিচ্ছু চাইবে না।
টাকা পেলেই খুশি রাতের অপ্সরীরা।
কারণ কিছুই নয়-
টাকাতেইযে মিলবে ওদের দুবেলা
দু মুঠো ভাত,ঘর ভাড়া,একটুখানি ঘুম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।