তার সঙ্গে আমার বন্ধুত্ব কবেকার
- অরুণ কারফা
তার সঙ্গে আমার বন্ধুত্ব কবেকার?
যখন ছিলাম দুইজনেই বেকার
অবিচ্ছেদ্য বন্ধুত্ব হয়েছিল কিভাবে?
দুজনে ছিলেম এক রকম স্বভাবে।
তাহলে বিচ্ছেদ আবার হলই কেন?
বিচ্ছেদ সে নয়, বিচ্ছেদ হয়নি জেনো
কিছুদিন শুধু আপন মনের কোণ
থেকে বেরিয়েছিলেম করতে ভ্রমন।
নিজ নিজ মত করে সারাটা দুনিয়া ঘুরে
বুঝলাম বন্ধুত্বের যাবে আরো বেড়ে
গণ্ডী, যদি চিত্ত ক’রে উদার নীরবে
প্রত্যকেই আসি আরো কাছিকাছি ভবে।
বসুধৈব কুটুম্বকম মন্তর হলে
যে কোন রকম শত্রুতাই যাবে গলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।