সকলে ফিরিবে মোর পানে
- তানজির উদ্দিন

আজো পথ চেয়ে থাকি , ভাবি
বৈকাল্যের নিঝঝুম নিঝুম বনের পথ ধরে
ফিরবে যাত্রীরা মোর বনের ধারে
বনে বনে শোর উঠিবে মন জাগিবে চরাচরে
ব্যপৃত হবে বিশ্ব পানে কল্লোল অধীরে ,
আর হেথায় বসি একলায় বনের ধারে আমি
ধরিব কুহুগীতি নীরব বনের শান্ত পথে ।

কোথাও বাজিবে সুর বিদায় বাদ্য
কেহ বলিবে চলো যাই বিদায়ে
আমি শুনিয়া বাজাবো বাদ্য এ অদ্য
তারি সুরের টানে প্রাণ যবে বিদায়ে ,
ঘরে ঘরে উঠিবে দীর্ঘকালের এক অন্তিম সুর
তারপর ঘর ছেড়ে সকলে ফিরিবে বনের ধারে
আমি বিমুগ্ধ নয়ন ভরি দেখিব তাহাদের ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।