বৈকাল্যের পথে কার কুহুগীতি
- তানজির উদ্দিন

রেখে গেলে একলায়
এই পড়ন্ত বিকেলে
এথায় বাড়ে বেলা মোর অপেক্ষায়
জীবনের কল্লোলে চলে ধীরে বিকেলে
পড়ন্ত বিকেলের শেষ যাত্রায় , তাই
ফিরে চায় ফিরে চায় ওরে ফিরে চায় ।
দূরে কার সে কুহুধ্বনি গীত হইলে মনের মাঝে
প্রাণ গেলে উড়ে তাহারি স্পন্দনে নূতন কাজে
ওরে প্রাণ গেল বৈকালে কাহারি সন্ধানের তরে
তাহারি কুহুগীতি বাজিলে আজি মোর ঘরে ঘরে ।

থাকিয়া থাকিয়া চলিলাম অপেক্ষায় কাটাইয়া সময়
দীর্ঘকালের অপেক্ষায় দিন কাটায়ে এখন মোর দুঃসময়
এ বড় দুঃসময় বৈকাল্যের তরে মোর ঘরে
এ বড় দুঃসময় মোর অন্তরে বাহিরে অন্তরে ।
পড়িছে দিবসের ছায় দিগন্তের কোলেতে
নাহিরে আজি তার কুহুগীতি মোর বেলাতে
বেলা হলে শেষ
জানলে না সে কুহুগীতি
বেলা হলে শেষ
সব পথের পথের খেলায় বাজিলে শূন্য সে মায়াবী কুহুগীতি ।
মায়াবী কুহুগীতি ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।