প্রকৃতির শিক্ষা
- সৌম্যকান্তি চক্রবর্তী
দখিন হাওয়ায় ডাক দিয়ে যায় ..
প্রকৃতি আমায় কি যে বলে দেয় !
খোলা আকাশ ভাবতে শেখায় ..
দিগন্ত শুধু হাতছানি দেয় ...
দূর পাহাড়ের চূড়াগুলো
বলে ছড়াও চিন্তা তোমার ...
সাগর বলে বিস্তৃত হোক
মনের চিন্তাধারার ....
মরুভূমি বলে সহনশক্তি
বাড়াও সারা জীবন ...
অরন্য বলে আমার মত
বাঁচাও সবার জীবন ...
আগ্নেয়গিরি বলে দেয়
আমি জ্বলতে যেন থাকি ...
নদী বলে শুধু বয়ে চল ..
যেমন আমি বইতে থাকি !
পুকুর বলে স্থিতপ্রজ্ঞ
তার মত যেন হই ...
মাটি বলে আমি যেন
মাটির কাছে রই ...
এইভাবে সব প্রকৃতির দান ..
দিয়ে যায় যত শিক্ষা ...
সবার কথাই মাথায় নিলাম
হল নতুন দীক্ষা ...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
২৯-০৭-২০১৫ ১১:১০ মিঃ
এইভাবে সব প্রকৃতির দান ..
দিয়ে যায় যত শিক্ষা ...
সবার কথাই মাথায় নিলাম
হল নতুন দীক্ষা ...
মরুভূমি বলে সহনশক্তি
বাড়াও সারা জীবন ...
অরন্য বলে আমার মত
বাঁচাও সবার জীবন ...
........................ জন্মের পর আমরা শিক্ষা নেয়, এটাই আমাদের স্বাভাবিক নিয়ম। তবে শিক্ষাটা মূলহীন হয় তখন যখন শিক্ষার সর্বচ্চ ডিগ্রী নিয়েও পরিপূর্ণ শিক্ষিত হয় না। বস্তুত শিক্ষার নির্দিষ্ট ডিগ্রী আছে, কিন্তু জ্ঞানের কোন ডিগ্রী নেই, জ্ঞান সীমাহীন ও অসীম। প্রকৃতি আমাদের যা দান করে তা নিঃস্বার্থে করে। কিন্তু আমার কাউকে দান করলে প্রতিদানের আশায় থাকি.....................।। খুব ভালো লাগলো কবি বন্ধু আপনার এই অনন্য সুন্দর কবিতাটি............

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।