ইচ্ছে করে এখন
- আরিফুল হক দ্বীপ

আমার এখন ইচ্ছে করে
যখন তখন
গড়াগড়ি খাই তোর কোমল
পেটে পিঠে,নাভিমূলে
চন্দ্রিমা রাতে
ভাদ্রের দুপুরে,
ওই সুগন্ধ আঁচলের ছায়ায়-
স্তনের ভিতর,
যোনির ঘরে অন্তর্বাসে
যেমন করে
আশ্রয় দেয় ক্যঙ্গারু তার
শাবক বিপদে।
আমিও লুকোতে চাই পৃথিবীর
সমস্ত বিষাদ
প্রান্তর ছেড়ে তোর নিবিড়ে
একটুখানি বাঁচার বিশ্বাসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।