যদি একদিন তোমাকে পাই
- আরিফুল হক দ্বীপ
যদি একদিন তোমাকে পাই,
ভুলে যাবো কষ্টের দুর্গম পাহাড়,
সমতল ভূমি পাবো।
যদি একদিন তোমাকে পাই,
আবার বাগানে ভরে যাবে ফুলে,
চন্দ্রালোতে ভিজবো।
যদি একদিন তোমাকে পাই,
ঘুচে যাবে এইসব দীর্ঘশ্বাস বুকের,
স্বপ্ন হৃদয়ে বুনবো।
যদি একদিন তোমাকে পাই,
বুকভরে শীতল নিঃশ্বাস নিবো,
নতুন পৃথিবী পাবো।
যদি একদিন তোমাকে পাই,
আবার হবে লেখা কাব্য বনলতার,
দেখো কবি হবো।
যদি একদিন তোমাকে পাই,
সিঁড়ি বেয়ে উঠবো সুখের স্বর্গে,
শান্তির কপোত উড়াবো।
২৯/৭/২০১৫
চুরখাই,ময়মনসিংহ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।