বাণী ত্যাজিয়া কে লভে
- তানজির উদ্দিন
দূরে বাণী দূরের সমর্পণী উত্সবে
হেন বাণী হেন কালের তরে ,
দূরের বাণী হেন কালের উত্সবে
বাজায়ে তোলে নাচিতে মোরে ।
রজন স্বপন ভোলায় রে চন্দনে
চন্দন বর্ণের রঙিলে স্বপনে
ওরে কার সে দূরের বাণী শুনি রে
সে তো নয়রে আপন ডাকিবে মোরে ।
হায়
সে বৃথা শোনায়
জীবনের সঞ্চয় হারায়
ধীরে ধীরে পায় পায় ধায়
কোন হেন কালে তারে কে পায় ?
নীরবে নিরাভরণ বেগে নিকুঞ্জু হারায়
হায়
অশ্রাব্য কল্পলতায়
বন বাদাড়ে লহরে ধায়
কম্পিত বাণীর রেশ একলায়
খুঁজিয়া কাহারে এপথ ওপথ করি পালায়
কেহ নাই দেখলে সে ঐ চন্দনের পায় পায় ধায় ।
হায়
কূলের নায়
সকলে বেগে যায়
পড়ন্ত বৈকাল্যের স্মৃতির নায়
জীর্ণ কোর্তায় মনের খোঁপের নিশ্চল কায়
কারা যায় কারা শুনে কোন বাণী সেই চন্দনে ?
হায়
অকূলের নায়
সকলে তোড়িঘড়ি করি ধায়
কেহ কয় আয় কেহ কয় যাই যাই
দূরের বাণী রজনের স্বপনে আসি হারায়
যেথায় মন পালায় ভূতের আবেশে ঐ চন্দনে ।
দূরের বাণী দূরের সমর্পণী উত্সবে
হেন বাণী হেন কালের তরে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।