বরং আমায় ভুলেই যাও
- রুহুল আমীন রৌদ্র

অজপাড়া গাঁয়ের কাঁদামাটির ছেলে আমি,
তোমাদের সভ্য সমাজে,
আমি এক জীবন্ত কীট !
আমার গায়ে আজও লেপ্টে আছে,
কৃষকের ঘর্মের ভ্যাপসা দুর্গন্ধ,
শ্রমিকের রৌদ্রে পুঁড়া ত্বক।
আমার আছে মজুরের ফোঁসকা পরা হাত,
বেয়ারার কুঁচকে যাওয়া কাঁধ,
আউল বাউলের জটা কেশ,
অভাবের নুন পান্তার সংসার।
নেই কোর্মা পোলাও,
রাজকীয় ভূষণ,
এখানে জীবন অর্থহীন।
কি দিবো আর তোমায়,
নির্মল একটু ভালবাসা বিনে ?
বরং আমায় ভুলেই যাও,
হয়ত তাতেই তোমার মঙ্গল।
আমি উষর পন্থের সনে,
ধূলিখেলা খেলে, কাটিয়ে দিবো বাকিটা জীবন।
যবণিকা
রচনাকালঃ ২৩/০২/২০১৫ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।