যদি ভালোবাসতে
- আরিফুল হক দ্বীপ

কি এমন ক্ষতি হতো তোমার
যদি তুমি আমায় ভালোবাসতে।
যদি হাতে হাত রাখতে,
কারণে অকারণে
মুখ ভার অভিমানে-
কি এমন ক্ষতি হতো তোমার,
যদি কাছে এসে পাশাপাশি বসতে
চোখের ভাষায়-
একটুখানি ভালোবাসি বলতে।
আমিও বৈশাখী খরতাপে
পুড়ে শেষে বরফমাখা অবারিত
সমুদ্র পেতাম,
বেঁচে গেলে কি এমন
ক্ষতি হতো তোমার-
যদি তুমি আমায় ভালোবাসতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।