বিরহী এ ক্ষণে
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

প্রণয়োদ্দীপ্ত জীবনের অভিনয়
করিছে সারা জীবন নয় ছয়,
এবার একটা পবিত্র আত্নায়
খুঁজি সুখ আপনি বিরহ ব্যথায়-
অতিশয় আলোড়নে তারা চলে গেছে|

যারা ছিলে বিরহী
এ জীবন শয্যায়,
ভুলে ভুলে ভরি ভরি দিয়া তারা মিশেগেছে-
এখন, জাগে শিহরি
এ জীবন শয্যায় ।

ওগো শেষ করিনু জীবনের সে সব আনাগোনা
জল্পনা কল্পনায় মিটে গেলে দেয় তারা হানা,
স্বপ্নের পরীরা এসে হেসে খেলে নন্দনে
একী ! এ কোন রূপে আসিল সে এ জীবনে-
অভিনয় জীবন অভিনয়
প্রণয়োদ্দীপ্ত অভিনয় |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।