নিস্তব্দতা
- তানজির উদ্দিন
এত শোকছায়া কে জুড়ালে পুড়ালে আমারে
এত কাহিনী গড়ালে ভোলায়ে নিলে আমারে
কোন পথের টানি ডাকি ডাকি যাও একলা
বলি , শোন ও অশ্রাব্য বাণী ঘোর অবেলা
অকাল কাহিনী অবেলার অশ্রাব্য অধরে
অকাল সনাতনী সিঁদুর শ্রাদ্ধ করি অধরে
অকাল মোহিনী মোহন লাবণ্যে ভরি অধরে
অকাল সঙ্গনী সাড়ম্বর বাদ্যনে শুনি অধরে
ওরে অকাল ঘর বোষ্টুমীর ঘটকনে অধরে
দেখি কি তাই সনাতনী লাবণ্য ঐ সিঁদুরে !
এতকাল সুখের পিয়াস বাজিলে সঙ্গনে সহিনু
এতকাল গেল সুখের আয়েস না গেল দেখিনু
এতকাল অবগুণ্ঠণে অনিরুদ্ধ বচনে বাঁধিনু
এতকাল অকালে অহর্নিশি কাননে কাঁদিনু
দেখিনু তারে বাঁধিনু বাঁধনে কাঁদিনু দেখি তারে বারংবারে
আমার সুখের পিয়াস সহিবার পাইনে রে খুঁজি তাই বারংবারে ।
বেলা গড়ালে সকাল শেষে তপ্ত রৌদ্দুর বেলায়
বেলা পোহালে নতুন সকালের শেষের বেলায়
বেলা গেলে লুকায়ে নিরন্তরতর কারি খেয়ালে
আজি তাই , আমার বেলা পাইনে খুঁজি হেঁয়ালে ।
অদূরে ও কিসের ডাক বাজায় রে নীরব করে
অদূরে ও কিসের হাঁক যায় রে শীর্ণ দেহে
নীরব কণ্ঠস্বরে ,
অদূরে এ কি বাজায় রে ঘরে ঘরে বিদায়ে
অদূরে এ কি দেখায় রে বারে বারে ও নায়ে
বারে কোন নায়ে !
এত বিকেল এত সন্ধ্যা এত রাত পুনঃ এত ভোর
দেখিনু হে সুখের পিয়াসে কোনসে হিয়ার তরে
এত বিকেল এত সন্ধ্যা এত নীরব প্রহরের ভোর
সহিনু হে কিসের আয়েসে কোনসে হিয়ার তরে
শোকছায়া অস্তমান আজ তাই নিলে আমারে
খেয়ালে হেঁয়ালে ভুলালে কিসের আদলে এ ঘরে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।