চিরন্তনী অভিশাপে
- তানজির উদ্দিন
মোর বার্ধক্য জুড়ালে অঙ্গে অঙ্গে
ফিরিলে যৌবন বধু তারি সঙ্গে
পাহিলে ব্যথা শোক অতুল ছাপি
এ বার্ধক্য বেলায় থাকি কারে সঁপি ।
আপন মনের আপন কাহন থাকে
আপন ঘরেতে আপন নাইরে ডাকে
যোবন স্মৃতি বৃথাই রাখি মনের বাঁকে
সেই সুখের ডাক ফিরিছে এই বার্ধক্যে ।
হঠাত্ ডাকে সাড়ম্বরে কে বা কারা
তাদের খুঁজি অন্দ চোখে কেরে তোরা ,
অচল ক্ষণে বধু নাই ফিরিছে যৌবনে
খুঁজে মরি আহামরি কত রূপের যৌবনে ।
মন ভোলা রে মন ভোলায় কী রূপে
সে রূপে আগুন দিয়েছি তোর অভিশাপে ,
মোর বার্ধক্যে কেহ নাই আজি এ ক্ষণে
একলায় কেমনে থাকি বার্ধক্যের যোবনে ।
তা রূপের আঁচল বধুয়া চিনেছে
বুড়ো এই অঙ্গের প্রেম তাই ভুলেছে
তারে ডাকি মরণ দিনে কানে কানে
কোথায় বধু কোথায় কে কেহ নাই
কেহ নাই মোর পানে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।