দুঃসময়ের অভিলাস
- তানজির উদ্দিন

ফিরে এসো ঘরের মাণিক
মোর ঘরেতে
বাজায়ে তোল ওহে পথিক
তব গানেতে
অদূর কালের বংশী বাজায়ে দূর নদী কূলেতে
প্রাণ যে যায় হারায়ে মোর বিজন নদী কূলেতে ।
মৃত্যু শোকে পুড়লে মন
ঘরের ব্যধিতে
ভুল ও ঘরের সেরা ধন
যমের ব্যধিতে
দূর বংশী হাতে ফিরিও না ঘরের মানিক
এসো ঘরেতে
দূর গানের পথে যাইও না ঘরের মানিক
এসো আঁচলেতে ।

রষ্ট্র হইলে কহনখানি
দূর হাওয়াতে
শুনলে মানিক, বাণী
মোর তরেতে
তবু ফিরলে না ঘরের পথে অকাল জীবনে
বংশী বাজিলে তাহারি কূলহারা শোকের গানে
এসো ঘরের মানিক
মোর ঘরেতে ।
অভাব ঘরে শকুন চরে
শূন্য করে অতুল ঘরে
বংশী বাজায় জীবন ধরে
মন পালায় সেই সুরে সুরে
ফিরে এসো ঘরের মানিক
মোর ঘরেতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।