কথোপকথন
- শাওন সারথি - অতি প্রাকৃত

সেদিন হঠাৎ প্রজাপতি
ছড়াইয়াছিল ডালে,
এই হৃদয়ের ভালে।
সুধাইছিল মোরে
মোর ঘুম ঘোরে,
একাকি যে চলিতে চাও
পারিবে কি চিনিতে পথ
যদি আমারে না পাও?
কি করিয়া ছড়াইবে সব খানে?
আমারে বিনে নীরব অভিমানে!
আমি তখন কহিলাম
তাহার কানে কানে,
তাহা কেবা কিছু জানে?
আমাদের সময় আমাদের রাখী
অনন্ত আসমানে যেন রঙিন পাখি!
তার থাকে কি মানে?
তুমি বা আমি ছাড়া যেন
শূন্যতা চারিখানে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।