তাজ
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত

অবিরত প্রলয় জাগিছে আজ
বীর বরেরা আজ পরিছে তাজ,
জীবন তাজ ।

হেথা ওহে বর
প্রণয়িনীর তরে ,
দিন রজনী রাখিয়া ব্যর্থ সাধনায়
করিয়া চলিছ এবার আরাধনায়-
শ্যাম মূর্তি পূজারী ।

দংশনে দংশনে হৃদয়ে রাখি
ক্লান্তিকর জীবনে আঁকি,
বর -
তব ও প্রণয়িনীর তরে
ফিরে যাও বারংবারে;
সংসার দিনের পর আসিও আবার
যাবার দিনে তারে ছাড় এবার|

হেথা মাতম জাগিছে প্রাণে
অনন্ত সময়ের উছলি বাণে,
বীর, হে বীর ,সমর ও বীর
এবার বর সাজিয়া এসো তারি'পর-
সংসার মাঝে বিরচন করি আপনারে|


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।