স্বপ্ন উপহার
- শাওন সারথি - অতি প্রাকৃত

তুমি আসিয়াছিলে মৃদু পায় অন্ধকারে,
পূর্ণিমার চাঁদ উঠেনি জাগিয়া তখনও গগনে!
নিরবে নিঃশব্দে যখনি নাড়িলে কড়া মোর হৃদয় দুয়ারে,
ছিলেম জাগিয়া তখনও আমি মোরই মুগ্ধ স্বপনে!
শ্বেত পুষ্পের নিরব আলো পড়িতেছিল তোমার মস্তক বাহিয়া,
অন্ধকারে তাহা জ্বলিতেছিল যেন হৃদয় পুরের সমস্ত অঙ্গ জুড়িয়া।
রক্ত কমলের ডগাখানি ভরিয়া উঠিতেছিল রক্ত ক্ষরণে,
সেই রক্ত ধারা মিশিয়া একাকার হইয়া গেল তোমার চরণে।
অন্ধকার আকাশ আবার জাগিয়া উঠিল জাগ্রত পূর্ণিমায়,
শুধু নগ্ন পায়ে নীরবে তোমার অন্ধকারে মিলিয়া যাওয়ায়!
তখনি দেখিয়াছিনু ভরা পূর্ণিমায় রহিয়াছে পড়িয়া একখানা কন্টক হার, জানিনা গো ওহে ইহাই কি ছিল মোর স্বপ্ন উপহার?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।