কতদিন পর আবারও কিছুক্ষণ
- রুহুল আমীন রৌদ্র

লামিয়া;
ভেবেছিলাম আর কোনদিন হয়ত,
তোমার নক্ষত্রের জ্যূতি আর পড়বে না ,
এ উষর প্রান্তে।
নিয়তির মন্দিরে হয়ত সেদিন
উল্টো বেজেছিল ঘণ্টা,
তাই বুৃঝি পথ ভুলে চেয়েছিলে পশ্চাতে,
যুদ্ধাহত বিধ্বস্ত ট্রয়ে,
এসেছিলে হেলেন হয়ে।
পাল্টে গেছো অনেকটাই,
নেতিয়ে যাওয়া পুষ্পের মতো।
তবুও সুদীঘল কুন্তল, নার্গিস অক্ষি,
আফ্রিদিতির রূপ,
মনোহরণী রুমাঞ্চ সৌরভী দিলরুবা।
আবারও কতদিন পর, দিঘির পাড়ে উড়ন্ত
কেশে কিছুটাক্ষণ।
বড্ড ইচ্ছে হলো ছুঁয়ে যেতে,
এই তুমি কি সেই তুমি,পরখ করতে।
অভেদ্য প্রাচীর ছিল হয়ত,থমকে দিতে
ভাবনা নির্ঝর।
আবেগের নীল বিষ মিশিয়ে বলেছিলে,
"হয়ত আমারই ভুলছিল "।
----------০-----------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।