প্রদীপ্ত বন্ধু
- রুহুল আমীন রৌদ্র

এভাবেই হয়ত মিশে যায়,ভিত্তিহীন ভগ্নপাড়,
উত্তাল তটনীর ব্যকুল
বুকে,
যেভাবে তুমি মিশে গেছো।
ওগো মোর প্রণয়শিখা, পাঁপড়ি ;
বিষাদের এ ভব সিন্ধুতে তুমি মোর,
পাল তোলা সাম্পান ।
বৈঠাহীন জীবনে ভেসে থাকার,
শেষ অবলম্বন,
ঘোর তমস্যায় প্রদীপ্ত সবিতা।
বাউল মনের উদাসী একতারা, কণ্টকময় পন্থে,
সজীবতার শিশির
বিন্দু,
আমার ভাবনার সিন্ধু।
তোমার সৌরভে খুঁজে পাই, বেঁচে
থাকার প্রেরণা,
বস্ত্রহীন ভাবনার উত্তরীয়, অস্তিত্বের
সকল বন্ধনে,
তোমার পদচারণা,
তুমি স্রষ্টার অপার করুণা।
যদি শুকিয়ে যায় সকল সিন্ধু, বিষাদের
অনল প্রহারে,
ঝরে যায় সকল নিশাচর শিশির বিন্দু,
তবুও পাশেই থেকো,
রাঁখির বন্ধনে বেঁধে রেখো,
ওহে মোর
প্রদীপ্ত বন্ধুু।
যবণিকা
রচনাকালঃ ২৮/০৪/২০১৫ ইং
অভি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।