সে মধুরাতে
- রুহুল আমীন রৌদ্র

সে রাতে রজনীর গন্ধাও এসেছিল
নিথর নিঃসঙ্গ বিছানায়,
এসেছিল রক্তজবা গোলাপ হলুদগাঁদাও।
বর্ণিল রূপে সেঁজেছিল
কাগজের ফুল,
পরিমল মুখরিত জীর্ণ বিছানায় ।
অর্ধশশী ঝুলেছিল কালবোশাখের
নিঝুম রাতে,
মেঘেরা ডানা মেলেছিল মৃদু পবনে।
পূর্ণিমার পূর্ণশশী
নেমেছিল ভাঙা ঘরে।
নিগূঢ় শৃঙ্খলে বদ্ধছিল মুক্ত দুটি বিহগ,
কুমারীর লজ্জা লুটেছিল
নির্মল পরিমল,
পূর্ণশশী ঢলেছিল, নিথর বুকে।
বকুলের সুবাসে,
প্রদীপ্ত দুটি নক্ষত্র গলে গলে এক।
মোহনায় মিশেছিল
দুস্তর তটনী,
কুমারীত্বের প্রথম শমন,
বিধ্বস্ত জীবনে নব উত্থানের প্রারম্ভিকা।
---------০---------
রচনাকালঃ০২/০৫/২০১৫ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।