শপথ
- শাওন সারথি - অতি প্রাকৃত

আজি জাগ্রত কর-
এই কলমেরও কালি।
উত্তাল ঝড়ে কাঁপানো
পৃথিবীর ধুলোবালি।
আজি জাগ্রত কর
জীবনও শক্তি প্রাণের হিল্লোলে।
তপ্ত মরুর প্রান্তে যেন
টগ-মগ সূর্যের কল্লোলে।
আজি জাগ্রত কর
দৃষ্টি সীমা তব আকাশেরও সমান।
এই হৃদয়ের যেথায় লুকানো
লাল রক্তের রিক্ত অনির্বাণ।
সেথায় আজিকে পুড়িয়াছে কেবল
হাজারো জীবন কয়লা।
সত্য আর সত্যবাদীর অন্তরালে
নিঃশেষ হওয়া আপনও কয়লা।

............শাওন সারথি২.৯৬৫.........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।