এ শোক সইবার নয়
- আরিফুল হক দ্বীপ

এ শোক সইবে কি করে তার মাতা?
যে তারে গর্ভে ধরেছিলো,
সেই ফুটফুটে মুখ স্বপ্নের কাছে এসে
থেমে গেলো সহসা ক্যান্সারের বিষে।
হায়রে জীবননাশা,তোর পাষাণ চোখে
সময় অসময় নাই ভেদাভেদ।

এ শোক সইবে কি করে তার পিতা?
যে তারে নিয়ে আশায় বুক বেঁধেছিলো,
বহুদূর,বহুদূর যাবে সাফল্যের চূড়ায়-
বসে গাইবে গান সোনালী দিনের,
সে এখন পরপারে,অধরায় সকলের।
তার কাফন মোড়ানো কফিন
কেমনে বইবে তার পিতা?শোকে বিধ্বস্ত
পৃথিবী তাই-
তাই সমস্তদিন আজ প্রকৃতির রোদন,
বাতাসে, আকাশে থামে না কান্নার রোল।

৩১/৭/২০১৫
(আমাদের সকলের প্রাণপ্রিয় স্যার প্রফেসর ডা.মির্জা হামিদুল হক স্যারের প্রিয় কন্যার অকালপ্রয়াণে লেখা কবিতাটি)।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।