শান্ত আর্তনাদ
- তানজির উদ্দিন - অবিশ্রান্ত
চায়ের কাপে চুমুক দেয়া
অবসাদ দূরীভূত একটা আর্তনাদ
কাঁপিয়ে তোলে তারপর
ডাইনিং টেবিলে বসে থেকে আনমনে
চিন্তায় কল্পনায় এখনো ঘুমন্ত অবসাদ ।
বাইরে আবছা আলোয় হামাগুড়ি দেয়
স্বপ্ন পাখিরা করে চলে কিচির মিচির
তবু শেষ হয় না পরিপূর্ণ চায়ের কাপে
হাতে তুলে নেয়া একটা শান্ত আর্তনাদ ।
চায়ের কাপে চুমুক দিয়ে
অতঃপর ড্রইং রুমে টাঙানো ছবিটি
এখান থেকে দেখা যাচ্ছে পর্দার ফাঁক গলিয়ে
এক নিস্তব্দতায় ঘেরা চারপাশ ।
ছবিটি কিসের ছিল ? কোন প্রেমিকের?
না , কোন স্বর্গ পিয়াসী মহীয়সী ?
এখন , বাইরে আবছা আলোয় টেবিলে বসে থেকে
শিহরণ জাগানো শান্ত আর্তনাদ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।